সস্তায় রাশিয়ান তেলে লাভ কার? সাধারণ মানুষ নাকি মোদীর ঘনিষ্ঠ শিল্পপতিরা: প্রশ্ন তৃণমূলের

সস্তা রাশিয়ান তেল কেনার পরও কেন কমছে না পেট্রল-ডিজেলের দাম?

August 29, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৫: সস্তা রাশিয়ান তেল কেনার পরও কেন কমছে না পেট্রল-ডিজেলের দাম? সেই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। শুক্রবার নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, রাশিয়ান তেল আমদানির আসল সুবিধা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্পোরেট বন্ধুদের হাতে।

গোখলে লেখেন, “২০২২ সাল থেকে আমরা ডিসকাউন্টে রাশিয়ান তেল কিনছি। তবুও কি পাম্পে পেট্রল-ডিজেলের দাম কমেছে? না। ভুগছে সাধারণ ভারতীয় ভোক্তা, আর লাভ করছে মোদীর ঘনিষ্ঠ শিল্পপতিরা। এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কে রপ্তানিকারকেরা মার খাচ্ছে।”

তিনি দাবি করেন, যদি মোদী সরকার ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে অন্তত সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া উচিত। সেইজন্যই অবিলম্বে জ্বালানির দাম কমানোর আর্জি জানান তিনি।

গোখলে প্রশ্ন তোলেন, “মোদী আসলে কার স্বার্থ দেখছেন, সাধারণ ভারতীয়দের, নাকি তাঁর তেল ব্যবসায়ী বন্ধুদের?”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen