ট্রাম্পের হয়ে প্রচার কে করেছিলেন?’ বিমানবন্দরে মোদীকে কটাক্ষ অভিষেকের
আজ ইন্ডিয়া জোটের বৈঠক, সেই উদ্দেশ্যেই দিল্লি রওনা দিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৫: আজ ইন্ডিয়া জোটের বৈঠক, সেই উদ্দেশ্যেই দিল্লি রওনা দিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর আগে বিমানবন্দরে (Kolkata Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদীর কূটনৈতিক ব্যর্থতা নিয়ে কটাক্ষ করলেন তিনি।
সম্প্রতি দুই ডব্লিউবিসিএস (WBCS) অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আর সেই ইস্যুতে গতকাল ঝাড়গ্রামের সভা থেকে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিষেক বলেন, “ইসি এক্তিয়ার বহিৰ্ভূত কাজ করছে। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলে তখন ইসি নিজের মতন কাজ করতে পারে তার আগে নয়। যে কাজ এখনও নির্বাচিত সরকার করছে, তাকে কাজ করতে দেবে না বলে, এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে দেবে না বলে, আর বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে এই হস্তক্ষেপ করছে। বিজেপি বাংলাকে বঞ্চনা করার পাশাপাশি, বিচারব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদমাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালি করে বাংলাকে বদনাম করেছে আর এখন নির্বাচন কমিশনকে ব্যবহার করে এখন বাংলা ভাষায় যারা কথা বলে, তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। আমরা বিচারব্যবস্থাকে সম্মান করি কিন্তু ২০২১ সাল থেকে বিজেপি বাংলাকে ছোট করার জন্য তৃণমূলকে চাপে রাখার জন্য সিবিআই দিয়ে হেনস্থা করেছে। প্রভাব খাটিয়ে বিগত ৪ বছরে কলকাতা হাইকোর্টের নানা বেঞ্চ থেকে ৫০-টিরও বেশি মামলায় CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আরজি করের ক্ষেত্রেও কলকাতা পুলিশ ২৪ ঘণ্টায় যা করেছে, সিবিআই ১ বছরে তার থেকে বেশি কিছু করতে পারেনি। কিন্তু এর জবাব মানুষ ওদের দেবে। যারা বাংলাকে ছোট করছে, তারা জবাব পেয়েছে, এবারও শিক্ষা পাবে। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু বিজেপি নেয় না। বাংলার বাড়ি, জিএসটি, ১০০ দিনের কাজ এর সাথে সাথে এখন বাংলার জল জীবন মিশনের সব টাকা ও বন্ধ করে দিয়েছে কেন্দ্র।”
ভারতের ওপর আমেরিকার ৫০% শুল্ক চাপানো প্রসঙ্গে তিনি বলেন, “ট্রাম্পের (Donald Trump) সঙ্গে যাদের ছবি আছে, যারা ট্রাম্পের হয়ে ২০১৯ এ এবং ট্রাম্প যাদের হয়ে COVID’র আগে গুজরাতে প্রচার করতে এসেছিলেন তাদের এই প্রশ্ন করুন।” একটি একটি ভিডিও দেখিয়ে প্রশ্ন করেন,” ট্রাম্পের হয়ে প্রচার কে করেছিলেন? ৫০% শুল্ক চাপানোর ফলে ভারতের কর্মসংস্থান, অর্থনীতির ওপর সার্বিক প্রভাব পড়বে। এটা আমাদের দেশের কূটনৈতিক ব্যর্থতা, ভারতের উচিত এটা কঠোরভাবে মোকাবিলা করা উচিত। কি কারণে তাদের এতো ক্ষমতা হল যে ৫৬ ইঞ্চির সরকারকে বুড়ো আনুল দেখিয়ে তারা ভারতকে ছোট করছে কিভাবে? বিজেপির নেতা কর্মীরা যজ্ঞ করেছিল ট্রাম্পের হয়ে সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কখনও ট্রাম্পকে আমন্ত্রণ করেনি, তৃণমূলের কেউ ট্রাম্পের হয়ে প্রচার করেনি। আর ওদিকে ট্রাম্প বলছেন ভারতের ইকোনোমি ইজ এ ডেড ইকোনোমি।”