কারা পেলেন এবছরের টেলি অ্যাকাডেমি পুরস্কার? দেখে নিন সম্পূর্ণ তালিকা

আজ অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’।

August 24, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’। পশ্চিমবঙ্গ সরকার এবং টেলি অ্যাকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টেলি অ্যাকাডেমির পক্ষ থেকে মোট ৪১টি ক্যাটেগরিতে ৬৬ জনকে সম্মান জানানো হল। এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকের তালিকা-

  • সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল- অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী
  • সেরা অভিনেতা- দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়ার সূর্য)
  • সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী)
  • সেরা পরিবার- অনুরাগের ছোঁয়া, নিম ফুলর মধু এবং গাঁটছড়া
  • সেরা জুটি- সূর্য-দীপা (অনুরাগের ছোঁয়া) এবং বিক্রম-ইন্দিরা (বাংলা মিডিয়াম)
  • সেরা বয়স্ক জুটি– মিঠু চক্রবর্তী ও অনিন্দ্য সরকার
  • সেরা প্রযোজক- ম্যাজিক মোমেন্টস (লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং টেন্ট (সুশান্ত দাস)
  • সেরা বউমা- স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়ার দীপা)
  • প্রিয় ছেলে- গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়ার ঋদ্ধি) রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেলের শঙ্কর)
  • সেরা শাশুড়ি – রূপাঞ্জনা মিত্র (অনুরাগের ছোঁয়ার লাবণ্য সেন)
  • সেরা মা- জুন মালিয়া (গাঁটছড়ার মঞ্জিরা)
  • সেরা বোন ও ভাই- অনুষ্কা (গাঁটছড়ার বনি) প্রারব্ধি (অনুরাগের ছোঁয়ার জয়)
  • বিশেষ পুরষ্কার- তৃণা সাহা (বালিঝড়ের ঝোড়া)
  • সেরা খল-নায়ক- অনিন্দ্য চক্রবর্তী (খেলনা বাড়ির পলাশ) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (গাঁটছড়ার রাহুল)
  • সেরা খল-নায়িকা- চান্দ্রেয়ী ঘোষ (গৌরী এল-র শৈলজা), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপের রোহিনী), প্রিয়া পাল (জগদ্ধাত্রীর দিব্যা), অহনা দত্ত (অনুরাগের ছোঁয়ার মিশকা)
  • আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোপাধ্যায়
  • ‘সেরা অভিনয়’ (বিশেষ সম্মান)- কৌশিক সেন (গোধূলি আলাপ)
  • মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- ঐন্দ্রিলা শর্মা
  • অনুপ্রেরণা মূলক চরিত্র- সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ) তিয়াসা লেপচা (বাংলা মিডিয়াম)
  • পাদ প্রদীপের তলায় (বিশেষ সম্মান)- নিমাই ঘোষ

চমক ছিল এরপরেই। স্টার জলসারগুড্ডি ও জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের গীতিকার ও সুরকার হিসাবে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen