CJI গভাইয়ের পর কে হচ্ছেন দেশের প্রধান বিচারপতি?

October 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:২৩: ভারতের প্রধান বিচারপতির (Chief Justice of India) পদে বসতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kant)। প্রধান বিচারপতি বিআর গভাই (BR Gavai) কেন্দ্রকে সূর্যকান্তের নিয়োগের সুপারিশ পাঠিয়েছেন। আগামী ২৩ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেবেন বিআর গভাই। আগেই নিজের উত্তরসূরি হিসাবে বিচারপতি সূর্যকান্তের নাম উল্লেখ করেছিলেন CJI বিআর গাভাই। এবার আনুষ্ঠানিকভাবে তাঁর সুপারিশ করলেন গভাই।

প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা শুরু হয়। বর্তমান CJI বিআর গভাইকে উত্তরসূরির নাম প্রস্তাবের জন্য আইনমন্ত্রক চিঠি পাঠিয়েছিল। গত সপ্তাহে তার উত্তর দিয়েছেন প্রধান বিচারপতি গভাই। বিচারপতি সূর্যকান্তের নাম সুপারিশ করেছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে। ২৪ নভেম্বর থেকে দেশের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত। তিনিই হবেন দেশের ৫৩ তম প্রধান বিচারপতি। প্রায় এক বছর দুই মাস ওই পদে থাকবেন তিনি।

হরিয়ানা থেকে এই প্রথম কেউ দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন। হরিয়ানার রোহতকের এক আইন কলেজ থেকে LLB পাশের পর জেলা আদালতে কেরিয়ার শুরু করেন সূর্যকান্ত। তারপর পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen