অধীর রঞ্জন চৌধুরীর পর কার হাতে উঠবে প্রদেশ কংগ্রেসের ব্যাটন?

শোনা যাচ্ছে, পুরনো চালেই ভরসা রাখবে কংগ্রেস।

July 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় কংগ্রেসের হাল অনেকেটা ভেঙে পড়া জমিদারির মতো। একের পর এক নির্বাচনে রাজ্যে মুখ থুবড়ে পড়ছে কংগ্রেস। কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যায় প্রদেশ কংগ্রেসের হাল অত্যন্ত খারাপ। সংগঠন নেই বললেই চলে। ভরসা বলতে পকেট ভোট! গড় রক্ষা করতে পারেননি অধীর। অধীরের প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ ছাড়া কার্যত নিশ্চিত, অনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার অপেক্ষামাত্র। কিন্তু তারপর কে সামলাবে কংগ্রেসের ক্ষয়িষ্ণু রাজত্ব?

শোনা যাচ্ছে, পুরনো চালেই ভরসা রাখবে কংগ্রেস। প্রদীপ ভট্টাচার্য নতুবা ডালুবাবুকে দেওয়া হতে পারে প্রদেশ শাখা সামলানোর দায়িত্ব। প্রদীপ ভট্টাচার্য প্রবীণ নেতা, অন্যদিকে আবু হোসেন খান চৌধুরী অর্থাৎ ডালুবাবুর সঙ্গে রয়েছে বরকত আবেগ। পাশাপাশি ডালুপুত্র ঈশার নামও শোনা যাচ্ছে। একা কুম্ভ হয়ে ঈশা গড় রক্ষা করেছেন চব্বিশের ভোট। বয়সটাও খুব বেশি নয়, গনি খান চৌধুরীর ভাইপোকে হয়ত প্রদেশের দায়িত্ব দিতে পারে হাইকমান্ড। কিছু মহলে দীপা দাসমুন্সীর নামও শোনা যাচ্ছে।

এছাড়াও সর্বভারতীয় কংগ্রেস কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদবদল আসন্ন। সূত্রে খবর, প্রদেশ সভাপতির সঙ্গে চার থেকে ছ’জন ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কার্যকরী সভাপতি করা হবে। কার্যকরী সভাপতিদের এলাকা ভাগ করে দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen