BCCI-র শীর্ষপদে কেন কংগ্রেস সাংসদ?

কেন একজন কংগ্রেস সাংসদকে বোর্ডের সভাপতি করতে চলছে বিজেপি তথা জয় শাহরা? তাহলে কি বিজেপি-কংগ্রেস কোনও সেটিং রয়েছে?

June 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: বিসিসিআইয়ের সহ-সভাপতির পদ ছাড়তে চলেছেন রজার বিন্নী। নানামহলে শোনা যাচ্ছে, বিন্নীর পর রাজীব শুক্ল বোর্ড সভাপতির দায়িত্ব সামলাবেন। এখন বোর্ডের সহ-সভাপতি রাজীব। তিনিই আপাতত তিন মাস বোর্ড সভাপতির দায়িত্ব সামলাবেন।

১৯ জুলাই বিন্নীর ৭০ বছর বয়স হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছর বয়স হলে আর সভাপতি পদে থাকা যায় না। ফলে বিন্নীকে সরতেই হবে।

সেপ্টেম্বরে ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে রাজীব শুক্ল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ। কেন একজন কংগ্রেস সাংসদকে বোর্ডের সভাপতি করতে চলছে বিজেপি তথা জয় শাহরা? তাহলে কি বিজেপি-কংগ্রেস কোনও সেটিং রয়েছে?

একসময় রাজীব ছিলেন সাংবাদিক, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত। এক শীর্ষ স্থানীয় নেতার দাবি, বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংযোগ রক্ষাকারী হিসাবেই নাকি কাজ করেন রাজীব। আর সেই কারণেই নাকি হাজারও মামলার প্যাঁচপয়জার থাকলেও কংগ্রেস নেতাদের কখনওই জেলে যেতে হয় না। তিনি যেহেতু দুই দলের মধ্যে মধ্যস্থতা রক্ষা করেন বলে খবর, তাই তাঁকে নিয়ন্ত্রণে রাখাও সহজ হবে বিজেপির পক্ষে। বিগত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিন্নীদের বোর্ড প্রেসিডেন্ট বানিয়ে পুতুলের মতো ব্যবহার ও নিয়ন্ত্রণ করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল। তাই এবারও সেই পথেই হাঁটছে ক্রিকেট বোর্ড।

এই বিষয়ে আমরা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল সংসদ কীর্তি আজাদের সঙ্গে যোগাযোগ করলেন তিনি জানান, “এই জাতীয় লোকের সম্পর্কে আমি কোন মন্তব্য করবো না”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen