সমাধান সূত্র অধরা! ACC-র বৈঠক ছেড়ে কেন বেরিয়ে গিয়েছিলেন BCCI-র প্রতিনিধিরা?

October 1, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২২: এশিয়া কাপ (Asia Cup 2025) জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির থেকে (Mohsin Naqvi) ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। ট্রফি নিয়ে চলে যান নকভি। কী করে ট্রফি পাবেন সূর্য কুমাররা? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও সমাধান সূত্র মিলল না।

 

মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন রাজীব শুক্ল ও আশিস শেলার। পাক বোর্ড ও এশিয়ান কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে ছিলেন মহসিন নকভি। বৈঠকে ভারতের দাবি ছিল, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল দ্রুত দিয়ে দিতে হবে। বৈঠকে নকভিকে নিয়ে একের পর এক অভিযোগ তোলে ভারত। নকভি আলোচনা করতে রাজি না হওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্ল ও শেলার।

 

জানা যাচ্ছে, BCCI সচিব দেবজিৎ শইকীয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে লিখিত অভিযোগ করেছেন। বিসিসিআইয়ের দাবি, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। সেখান থেকে বিসিসিআই সেগুলো নিয়ে নেবে। কিন্তু ইতিবাচক জবাব না-পেয়ে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন শুক্ল ও শেলার।

 

এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন জানাতে অস্বীকার করেন নকভি। জানা গিয়েছে, ভারতীয় বোর্ডের প্রতিনিধি শেলারের দাবি মেনে ভারতকে শুভেচ্ছা জানাতে বাধ্য হন নকভি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে নকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্ল। ট্রফি না দেওয়ায় নকভির সমালোচনা করেন তিনি। ট্রফি ব্যক্তিগত সম্পত্তি নয়, ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না, সাফ জানিয়ে দেওয়া হয় এ’কথা। বৈঠকে ভারতের প্রতিনিধিরা স্পষ্ট করে দেন, ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়।

 

নকভির পাল্টা অভিযোগ, তাঁকে দীর্ঘক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাঁর নিজেকে কার্টুনের মতো লাগছিল। ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে চায় না, তা মৌখিকভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন বলেও দাবি করেন নকভি।

 

নকভি জানান, ট্রফি-সমস্যার সমাধানের জন্য অন্য একটি বৈঠকে আলোচনা হবে। সিত্রের খবর, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা একটি বৈঠকে বসতে পারেন ট্রফি-সমস্যার সমাধানের জন্য। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড নভেম্বরে আইসিসি-র বৈঠকে নকভির বিরুদ্ধে অভিযোগ জানাবে বলেও শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen