অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, কেন?

পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।

July 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২১:২০: সোমবার দুপুরে যান্ত্রিক ত্রুটির জেরে সাময়িকভাবে বন্ধ হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kabi Subhash Metro) পরিষেবা। তবে সন্ধেয়র পর মেট্রোর তরফে জানানো হল, সমস্যা সাময়িক নয় , স্টেশনের একাধিক পিলারে (Crack in pillar) ফাটল ধরা পড়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।

তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্যদিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা গিয়েছে, সোমবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।

দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী কবি সুভাষ স্টেশন ব্যবহার করেন শহরের কেন্দ্রে যাওয়ার জন্য। এবার সেই যাত্রীদেরই বড় সমস্যার মুখে পড়তে হবে। বিকল্প ব্যবস্থা না থাকায় সকাল-সন্ধ্যার ব্যস্ত সময়ে বাড়তে পারে ভিড় এবং চাপ।
তবে প্রশ্ন উঠছে, যে স্টেশনের উপর এতদিন ধরে এমন বিপুল যাত্রী-নির্ভরতা, সেই স্টেশনের পরিকাঠামোয় কীভাবে এমন ফাটল? মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে অভিযোগও। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, “ফাটলের বিষয়ে কোনও রকম ঝুঁকি নেওয়া হবে না। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় মেরামতির কাজ দ্রুত শুরু হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen