মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে বাড়ছে নিরাপত্তা, কেন?

November 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২২: অভিনেতা ধর্মেন্দ্রের (Dharmendra) মৃত্যু ঘিরে বাড়ছে গুঞ্জন। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে হঠাৎই বেড়ে গিয়েছে নিরাপত্তা। শ্মশানঘাটে পৌঁছে গিয়েছেন হেমা মালিনি, সানি দেওয়াল, ববি দেওয়াল সহ গোটা পরিবার। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও শ্মশানে পৌঁছে গিয়েছেন। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ নিয়ে কোনও বিবৃতি দেয়নি তাঁর পরিবার। কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, প্রয়াত হয়েছেন অভিনেতা।

নানা সূত্রে খবর মিলছে ধর্মেন্দ্র প্রয়াত। ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুল্যান্সকে শ্মশানঘাটে পৌঁছতে দেখা গিয়েছে। ক’দিন আগেই তাঁর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিল। তাই কি গোপনীয়তা বজায় রাখা হয়েছে? সূত্রের খবর, ভিলে পার্লে শ্মশানে মহারাষ্ট্রের বেশ কয়েক জন রাজনৈতিক নেতাও পৌঁছেছেন।

উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন হেমা। সরব হন তাঁর কন্যা এষা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen