GST-র হারের জট কাটছে না কেন? বিরোধীদের প্রশ্নে নিরুত্তর কেন্দ্রীয় আধিকারিকরা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৫: জিএসটি-র হার (GST Rate) পুনর্গঠন হলেও ব্যবসায়ীরা (Businessmen) তার সুবিধা পাচ্ছেন না, এই অভিযোগ তুলে সংসদের অর্থনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় আধিকারিকদের প্রশ্নের মুখে ফেললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তাঁর নেতৃত্বে বিরোধী সাংসদদের একগুচ্ছ প্রশ্নে বেকায়দায় পড়েন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস (CBIC)-এর প্রতিনিধিরা।
সোমবার অনুষ্ঠিত বৈঠকে সৌগত রায় জানান, জিএসটি (GST) নিয়ে এখনও বহু জটিলতা রয়েছে। অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে, যা ব্যবসায়ীদের কার্যত সমস্যায় ফেলছে। তিনি দাবি করেন, এই বিষয়গুলির অবিলম্বে সমাধান প্রয়োজন। সূত্রের খবর, সৌগত রায় বৈঠকে জটিলতার নির্দিষ্ট ক্ষেত্রগুলির বিস্তারিত তথ্য ও নথিও জমা দিয়েছেন।
বৈঠকে সৌগতের প্রশ্নবাণে কেন্দ্রীয় আধিকারিকরা কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি। পরে তাঁরা আশ্বাস দেন, সমস্ত প্রশ্নের উত্তর লিখিতভাবে দেওয়া হবে। সূত্র মারফত জানা গিয়েছে, জিএসটি-র হার পুনর্গঠনের পর কেন্দ্র যে ভাবে তা নিয়ে প্রচার চালাচ্ছে, তা নিয়েও তীব্র কটাক্ষ করেন সৌগত। তাঁর মতে, সমাধান না করে প্রচারে ব্যস্ত কেন্দ্র।
তৃণমূল সাংসদের (TMC MP) সুরে সুর মিলিয়ে অন্যান্য বিরোধী সাংসদরাও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, জিএসটি-র বাস্তব সমস্যাগুলি উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার (Central Govt) শুধুই প্রচারমুখী পদক্ষেপ নিচ্ছে।