আর্থিক জালিয়াতদের পরানো যাবে না হাতকড়া? কী সুপারিশ করছে স্ট্যান্ডিং কমিটি?

বিলের মাধ্যমে ৩১৩টি বদল আনার প্রস্তাব করা হয়েছে।

October 25, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আর্থিক জালিয়াতদের পরানো যাবে না হাতকড়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নাগরিক সুরক্ষা সংহিতা কার্যকর করার জন্য চলতি বছর বাদল অধিবেশনে
বিল পেশ করেছিলেন অমিত শাহ। সেই বিল সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছিল।সংশোধিত বিল অনুযায়ী, আর্থিক জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করার সময় অভিযুক্তর হাতে হাতকড়া পরানো যাবে না। এমনই সুপারিশ করতে চলেছে স্ট্যান্ডিং কমিটি।

পূর্বতন আইপিসি ও সিআরপিসির ধারাগুলোকে আরও শক্তিশালী করে নয়া বিচার ব্যবস্থা কার্যকর করার জন্য ৩টি বিল উত্থাপন করেছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রীর প্রস্তাবিত বিল অনুযায়ী বলা হয়েছিল, আইপিসি, সিআরপিসি এবং ভারতীয় এভিডেন্স অ্যাক্টের বদলে নয়া ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা হবে। বিলের মাধ্যমে ৩১৩টি বদল আনার প্রস্তাব করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen