আর লক্ষ্যভ্রষ্ট হবে না, ছবি দেখিয়ে ট্রাম্পকে হুমকি ইরানের?

January 15, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২০: ইরান আর আমেরিকার সংঘাত কার্যত চরমে। একদিকে, ইরানের অন্দরে দ্রোহের আগুন। অন্যদিকে, মার্কিনি আস্ফালন। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে (Donald Trump) হুমকি দিল ইরান। বিশ্বজুড়ে শুল্কের বাণ বিঁধিয়ে বেড়ানো ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে ইরানের সরকারি সংবাদ মাধ্যম হুমকির সুরে বলল, এবার আর লক্ষ্য ভ্রষ্ট হবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ জুলাই জনসভা করার সময় বন্দুকবাজের হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্যভ্রষ্ট হয়ে কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি। রক্তপাত হয়েছিল। রক্ত লেগেছিল ট্রাম্পের মুখেও। সেই ছবি দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ইরানের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। ইরানের ওই সংবাদ মাধ্যম লিখেছে, ‘এবার আর লক্ষ্য ‘মিস’ হবে না!’

ইরানের এক টিভি চ্যানেলে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে পার্সি ভাষায় লেখা হয়, “এবার আর লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হবে না।” দেশের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপ ভালভাবে নিচ্ছে না ইরান। এই আবহে সরকারি সংবাদ মাধ্যমে এমন ছবি এবং বার্তা প্রচার করে ট্রাম্পকে বুঝিয়ে দিল
তেহরান।

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর থেকে ইরানে গণবিক্ষোভ চলছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও, এখন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই ও প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের বিরুদ্ধে বিক্ষোভের অভিমুখ। বিক্ষোভ দমনে দমনপীড়নের রাস্তা নিয়েছে ইরান। অন্যদিকে, ইরানে বিক্ষোভে দমনপীড়ন চালানো হলে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আমেরিকা আনুষ্ঠানিকভাবে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen