বড়পর্দায় আবার কি একসঙ্গে প্রসেনজিৎ–দেবশ্রী–ঋতুপর্ণা?

November 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৪: বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মনে আবারও জাগছে উত্তেজনা। বহু বছর পরে কি একই ছবিতে দেখা যাবে ইন্ডাস্ট্রির তিন সুপারস্টার—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশ্রী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে? সাম্প্রতিক এক সাক্ষাৎকার যেন সেই সম্ভাবনাকেই আরও পাকা করে দিল।

একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানালেন, পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় ইতিমধ্যেই তাঁদের জনপ্রিয় ছবি ‘প্রাক্তন’-এর সিক্যুয়েল ‘প্রাক্তন ২’-এর স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন। আর সেই গল্পে তাঁদের প্রথম পছন্দ—প্রসেনজিৎ, দেবশ্রী এবং ঋতুপর্ণা।

প্রসেনজিৎ আরও জানান, তাঁর এবং ঋতুপর্ণার দিক থেকে কাজ করতে কোনও সমস্যা নেই। দু’জনই প্রস্তুত। এখন অপেক্ষা শুধু দেবশ্রী রায়ের সম্মতির। তিনি রাজি হলেই তিনজনকে একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়—যা বাংলা সিনেমার জন্য নিঃসন্দেহে হবে ঐতিহাসিক একটি মুহূর্ত।

সাক্ষাৎকারে প্রসেনজিৎ ব্যক্তিগত জীবনের কথাও খোলসা করেন। খুব অল্পবয়সে—মাত্র ২১-২২ বছর বয়সে—দেবশ্রীকে বিয়ে করেছিলেন তিনি। সে সিদ্ধান্ত ছিল অনেকটাই আবেগের, ছিল তারুণ্যের তাড়না। সময় বদলেছে, সম্পর্কের সমীকরণ বদলেছে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা রয়ে গেছে অটুট।

এখন প্রশ্ন একটাই—দেবশ্রী কি রাজি হবেন? যদি হন, তবে ‘প্রাক্তন ২’-এ এই ত্রয়ীর উপস্থিতি বক্স-অফিসে যে নজিরবিহীন সাড়া ফেলবে, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen