মানিকতলায় তাপস না পসন্দ! পদ্মের প্রার্থী কি রুদ্রনীল?

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপ নির্বাচন।

June 14, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
মানিকতলায় তাপস না পসন্দ! পদ্মের প্রার্থী কি রুদ্রনীল?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপ নির্বাচন। মানিকতলা তার মধ্যে অন্যতম, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বরাহনগরের বিধায়ক তাপস রায়। কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হন তাপস রায়। মোদীর রোড শো সত্ত্বেও পদ্ম ফোটাতে পারেননি তাপস। এবার মানিকতলায় উপনির্বাচনে তাঁকেই কি ফের প্রার্থী করবে বিজেপি?

মানিকতলা বিধানসভা কলকাতা উত্তর কেন্দ্রের মধ্যেই পড়ে। তাপস রায়ের নাম চর্চায় থাকলেও, শোনা যাচ্ছে; উপ নির্বাচনে প্রার্থী হতে চলেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত মানিকতলা বিধানসভাতে হেরেছেন তাপস। কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত এই আসনে ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ১,৪৪,২৩২। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৬৬,৯৬৪ ভোট, বিজেপি পেয়েছে ৬৩,৩৮৯ টি ভোট এবং বাম-কংগ্রেস জোট পেয়েছে ৯,৪২১ টি ভোট। এই কেন্দ্রে প্রায় সাড়ে ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাপস রায় অর্থাৎ বিজেপি। হেরো প্রার্থীতে আর ভরসা করতে চাইছেন না বিজেপি নেতৃত্ব!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen