নৈহাটির বড়মার পুজো দেবেন? জেনে নিন অঞ্জলি, ভোগ-বিতরণের সময়

October 17, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৪৫: ২০ অক্টোবর কালীপুজো। প্রতি বছর কালীপুজোর দিন নৈহাটি বড়মায়ের পুজোয় উপচে পড়ে ভিড়। ভক্তদের বিশ্বাস, নৈহাটি বড়মা ভীষণই জাগ্রত। বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন এখানে পুজো দিতে। ১৭ অক্টোবরের পর আবারও ২৬ তারিখ সর্বসাধারণের জন্য বড়মার মন্দির খুলবে।

এই বছর নৈহাটি বড়মার পুজো শুরু হবে ২০ অক্টোবর রাত ১২টা থেকে। রাত ২টো নাগাদ অঞ্জলি হবে। ভোর থেকে বিকেল ৬টা অবধি দণ্ডি কাটা চলবে।

২০ অক্টোবর রাত ৩টে থেকে পর দিন সকাল ১০টা পর্যন্ত চলবে ভোগ বিতরণ।
প্রসাদ নিতে হলে আগে থেকে কুপন কাটতে হবে। জগবন্ধু মোড়ের কাছে অবস্থিত সুষমা আবাসনে ভোগ প্রসাদ দেওয়া হবে। নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে সন্দেশ প্রসাদ পাওয়া যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen