লন্ডনের মাটিতে জয় হলো স্প্যানিশ আর্মাডার
টানা দ্বিতীয়বার উইম্বলডন কার্লোস আলকারাজের, দেখা মিলল অচেনা জোকোভিচের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লন্ডনের মাটিতে স্প্যানিশ আর্মাডার জয়। পর পর দু’বার উইম্বলডন জিতলেন আলকারাজ। জোকোভিচের কাছে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার সুবর্ণ সুযোগ ছিল কিন্তু এদিন এক অচেনা জোকারকে দেখা গেল। দ্বিতীয় উইম্বলডন জিতে নিজের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন স্পেনের তরুণ।
পর পর দুটো সেট জেতেন আলকারাজ। প্রথম গেম চলে ১৪ মিনিট ধরে। দ্বিতীয় গেম মাত্র ৩ মিনিটে শেষ হয়। তৃতীয় গেমে ফেরেন জোকোভিচ। চতুর্থ গেম জিতে ৩-১ এগিয়ে যান আলকারাজ। পঞ্চম গেমে ফের জোকোভিচের সার্ভিস ভেঙে দেন আলকারাজ। ডাবল ফল্ট করেন জোকার। ফলে ৪-১ গেমে এগিয়ে যান আলকারাজ। ষষ্ঠ গেমে আলকারাজ নিজের সার্ভিস ধরে রেখে ৫-১ এগিয়ে যান তিনি। ৪১ মিনিটের লড়াইয়ে প্রথম সেট ৬-২ গেমে জেতেন আলকারাজ। ৬-২ গেমে দ্বিতীয় সেটও জিতে যান আলকারাজ।
প্রথম দুই সেটের তুলনায় তৃতীয় সেটে কিছুটা জোকোভিচ ফেরেন খেলায়। সেট ৫-৫ করেন জোকার। খেলা গড়ায় টাই ব্রেকারে। স্ট্রেট সেটে জোকোভিচকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন স্পেনের আলকারাজ।