বঙ্গে থমকে শীত, উত্তাল বাংলাদেশ, রঞ্জিতে জয়ের দোরগোড়ায় বাংলা, আজই কি বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা, নজর কোন কোন খবরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০:
বঙ্গে থমকে শীত
আপাতত বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যা আগামী ৪৮ ঘণ্টায় আরও স্পষ্ট হবে।
উত্তাল বাংলাদেশ
শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর থেকেই উত্তেজনা বাড়ছে বাংলাদেশে।
অভিযোগ, বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুর হচ্ছে দিকে দিকে। অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে।
রঞ্জিতে জয়ের দোরগোড়ায় বাংলা
তৃতীয় দিনের শেষে চাপে অসম। কারণ, অসমের স্কোর ৩ উইকেট হারিয়ে ৯৮ রান। তারা পিছিয়ে আছে ১৪৪ রানে। অর্থাৎ শেষদিন বাংলার জয়ের জন্য দরকার ৭ উইকেট। শামিরা কী পারবেন সাত পয়েন্ট ছিনিয়ে নিতে?
আজই কি বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা?
বিপুল জয়ের পর নতুন সরকার গঠন হতে চলেছে বিহারে। NDA সরকারে জেডিইউ প্রধান নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছে। রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে আজই ইস্তফা জমা দেবেন নীতীশ। আজই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারে NDA।
কলকাতা পুরসভার মাসিক অধিবেশন
কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসবে আজ, বুধবার। দুপুর ১টা থেকে মেয়রের নেতৃত্বে অধিবেশনে অংশ নেবেন কাউন্সিলররা। চেয়ারপার্সন মালা রায় অধিবেশন পরিচালনা করবেন। কোন কোন বিষয়ে আলোচনা হবে, সেদিকে নজর থাকবে।