শীত বিদায়ের পথে? কলকাতায় ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

January 18, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০:  টানা কয়েকদিনের হাড়কাঁপানো শীতের পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। আপাতত পারদের পতনে ইতি টান পড়েছে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনের বেলায় শীতের তীব্রতা কমবে বলেই পূর্বাভাস।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী দু’দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবারের পর আরও প্রায় ২ ডিগ্রি পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিনে শীতের কাঁপুনি অনেকটাই কম অনুভূত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

জেলাভিত্তিক হিসাবে উত্তরবঙ্গের দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে এখনও তুলনামূলক ঠান্ডা শান্তিনিকেতন, বাঁকুড়া ও কল্যাণীতে—যেখানে পারদ ১০ ডিগ্রির নীচে নেমেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২–১৩ ডিগ্রির মধ্যে।

এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার ও সোমবার সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কারণেই এই তাপমাত্রার ওঠানামা। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen