বেঙ্গালুরুতে মাতৃহত্যা, অভিযুক্ত মহিলা আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা

মহিলার শাশুড়ি বাড়িতে উপস্থিত ছিলেন তবে ঘরের ভিতরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় তিনি অবগত ছিলেন না।

June 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বেঙ্গালুরুতে মাতৃহত্যা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মায়ের সঙ্গে ঝগড়াঝাটি। চরম মুহূর্তে ৩৯ বছরের আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক মহিলা নিজের মাকে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পেশায় ফিজিওথেরাপিস্ট এই মহিলা এরপর তার মায়ের মৃতদেহ একটি স্যুটকেসে ভরে শহরের একটি থানায় নিয়ে যায়, জানিয়েছে পুলিশ ।

বেঙ্গালুরুর মাইকো লেআউট এলাকায় একটি ফ্ল্যাটে বাস করা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা যখন মৃতদেহ ভর্তি স্যুটকেসটি থানায় নিয়ে যান, তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এই মহিলার তার সাথে নিয়মিত তর্কের জেরে যে তিনি মাকে হত্যার করেন, সেই কথা স্বীকার করেছে ওই নারী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিবাহিত এবং অপরাধের সময় তার স্বামী বাড়িতে ছিলেন না।মহিলার শাশুড়ি বাড়িতে উপস্থিত ছিলেন তবে ঘরের ভিতরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় তিনি অবগত ছিলেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen