বনগাঁয় মহিলাদের নিরাপত্তায় পুলিসের উইনার্স টিম
রাতের শহরে বাড়ছে পুলিসি নিরাপত্তা।bengal
Authored By:

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাতের শহরে বাড়ছে পুলিসি নিরাপত্তা। বনগাঁ শহরেও বৃদ্ধি করা হয়েছে রাতের নিরাপত্তা। এবার থেকে রাতের শহরে টহল দেবে রাজ্য পুলিসের উইনার্স টিম। মূলত যেসব এলাকা রাতের বেলা ফাঁকা থাকে, সেই সব এলাকার রাস্তাতেই টহল দেবে রাজ্য পুলিসের বিশেষ দল। উইনার্স টিম আগে থেকেই কাজ করত। তবে আর জি করের ঘটনার পর তাদের তৎপরতা অনেকটাই বেড়েছে। একটি হেল্পলাইন নম্বরও চালু ছিল তাদের জন্য।
এবার সেই নম্বর লেখা লিফলেট বিলি করা শুরু করেছে বনগাঁ জেলা পুলিস। সন্ধ্যার পর উইনার্স টিমের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় মহিলাদের মধ্যে সেগুলি বিলি করছেন। বনগাঁর বাসিন্দা অদিতি ঘোষ দে বলেন, কয়েকদিন ধরে পুলিসের উইনার্স টিম রাস্তায় ঘুরছে ও মহিলাদের সঙ্গে কথা বলছে। এটা খুবই দরকার ছিল। এর ফলে মেয়েরা নিরাপত্তার বিষয়ে অনেকটাই নিশ্চিত থাকবে।