বিহারে শ্রমিক আক্রান্ত, শুক্রের পর আবারও অশান্ত বেলডাঙা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.১০: শনিবার সকাল হতেই ফের অশান্ত বেলডাঙা। ঝাড়খণ্ডে পরিযায়ী খুনের পর এবার বিহারে হেনস্তার অভিযোগ। শুক্রের পর আবারও অশান্ত বেলডাঙা। বড়ুয়া মোড়ে শুরু হল রাস্তা অবরোধ। ১২ নম্বর জাতীয় সড়কের উপর অবরোধ শুরু করে এলাকাবাসী। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
অবরোধকারীদের দাবি, শুক্রবার বিহারের ছাপরা এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয়। বেধড়ক মারধরে তাঁর বুকের হাড় ভেঙে যায়। সেই খবর গ্রামে আসতেই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। আহত পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরলে আ্যম্বুল্যান্স করে তাঁকেও অবরোধস্থলে আনা হয়। পরে চিকিৎসার জন্য তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আনিসুর।
ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙা। মৃতদেহ গ্রামে ফেরার পরেই শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ ও রেল রোকো কর্মসূচিতে নামেন গ্রামবাসীরা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সুজাপুর–কুমারপুর এলাকার মানুষজন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শনিবার আরও এক শ্রমিককে মারধরের ঘটনায় নতুন করে তেতে উঠল বেলডাঙা।