বিশ্বজয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা, ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি২০ ম্যাচ, রাজ্যে শীতের আমেজ, আজ আর কোন কোন খবরে নজর?

November 8, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০:

১. বিশ্বকাপজয়ী রিচার ইডেনে সংবর্ধনা
আজ বিকেল ৫টা থেকে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপজয়ী বাংলার কন্যা রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি। পুরুষ-মহিলা মিলিয়ে তিনিই একমাত্র বাঙালি ক্রিকেটার যিনি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। বাংলার ক্রিকেট মহলে তাই আজ উৎসবের আবহ।

২. ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের শেষ লড়াই আজ
টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আজ ব্রিসবেনে। সিরিজে ভারত ২-১ ফলে এগিয়ে, তাই হারলেও সিরিজ হাতছাড়া হবে না। তবে অস্ট্রেলিয়াকে টিকে থাকতে হলে জিততেই হবে। দুপুর ১:৪৫ থেকে শুরু হবে ম্যাচ, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ও জিয়োহটস্টারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা রয়েছে, ফলে খেলার ভাগ্য নির্ভর করছে আকাশের মর্জির উপর।

৩. রাজ্যে নামছে পারদ, আসছে হালকা শীতের আমেজ
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করবে। যদিও আপাতত সারা রাজ্যে আকাশ থাকবে পরিষ্কার ও শুষ্ক। পরবর্তী তিন দিনে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। হেমন্তের শেষ ভাগেই পাওয়া যাবে শীতের আগমনী বার্তা।

৪. চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন
বারাণসীতে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী থেকে খাজুরাহো, লখনউ থেকে সাহারানপুর, ফিরোজপুর থেকে দিল্লি এবং এরনাকুলাম থেকে বেঙ্গালুরু রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen