‘থান্ডার বোল্ট’ আসছেন ভারতে — গতি-দানবের স্প্রিন্টে কাঁপবে দিল্লি ও মুম্বই!

July 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫০: ভারতে আসছেন বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ উসেন বোল্ট(Usain Bolt )। বিশ্ব অ্যাথলেটিক্সের ইতিহাসে যিনি ‘লাইটিনিং বোল্ট'(lightning Bolt)নামেই পরিচিত। নিজের ক্যারিয়ারে জিতেছেন একাধিক বড় বড় শিরোপা। বোল্টের দখলে রয়েছে আটটি অলিম্পিক্স (Olympics) সোনা, ১৩টি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক, যার মধ্যে ১১টিই সোনা। এবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন ট্রাক এন্ড ফিল্ডের দ্রুততম ব্যক্তি।

এই বছর সেপ্টেম্বরের ২৬ থেকে ২৮, তিনদিনের সফরে ভারত আসছেন জামাইকার এই কিংবদন্তি স্প্রিন্টার। দিল্লি(Delhi) ও মুম্বইতে (Mumbai) যাওয়ার পরিকল্পনা রয়েছে বোল্টের। বোল্টের আসার কথা শুনে দেশজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ‘থান্ডার বোল্ট’-কে একঝলক দেখার আশায় আপাতত গোটা দেশ যেন মুখিয়ে রয়েছে।

২০১৪ সালে প্রথমবার ভারতে পা রেখেছিলেন বোল্ট। বেঙ্গালুরুতে যুবরাজ সিংয়ের সঙ্গে খেলেছিলেন ক্রিকেট, দৌড়েছিলেন ১০০ মিটারের স্প্রিন্টও। সেই সফর ছিল এক বিজ্ঞাপনী প্রচার। এবারও ঠিক তেমনই, তবে গতবারের থেকে এবারের চমক অনেক বড়!

এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ— ‘বোল্ট স্প্রিন্ট চ্যালেঞ্জ’। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া হয়েছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের। এবং তাদের নিয়ে আয়োজিত হবে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। আর সেই চূড়ান্ত পর্বে গ্যালারিতে বসে তাঁদের দৌড় দেখবেন স্বয়ং গতির রাজা বোল্ট! যাঁর স্পর্শে ইতিহাস রচিত হয়েছে, তিনি এবার ভারতের ছোট ছোট ক্ষুদেদের উৎসাহ দিতে হাজির থাকবেন মাঠে।

আরও একবার ভারতে আসা নিয়ে বোল্ট নিজেও দারুণ উচ্ছ্বসিত। বোল্ট বলেছেন, “ভারতে আবার ফিরতে পারছি ভেবে দারুণ লাগছে। এ দেশের এনার্জি, মানুষের উন্মাদনা আর খেলাধুলোর প্রতি ভালোবাসা, বিশ্বের আর কোথাও নেই। আমার বহু অনুরাগী আছেন ভারতে, তাঁদের সঙ্গে আবার দেখা হবে, এটা ভেবেই আমি খুব রোমাঞ্চিত।”

২০১৭ সালেই নিজের দৌড়ের বুট জোড়া তুলে ফেলেছিলেন। বিদায় জানিয়েছিলেন ট্র্যাককে। তবে বোল্ট আজও সারা পৃথিবীর কাছে নিজেকে একটি ব্র্যান্ড হিসাবে রেখে দিয়েছেন। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলেতে তাঁর রেকর্ড এখনও কেউ ছুঁতে পারেনি। তিনি নিজের ক্যারিয়ারের শেষজীবনে শুধু দৌড় নয় একটি ক্লাবের হয়ে প্রফেশনাল ফুটবল ও খেলেছেন।

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen