World Para Athletics Championships 2025: ধরমবীরের রুপো, অতুলের ব্রোঞ্জে উজ্জ্বল ভারত

October 3, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৮: নয়া দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ইন্ডিয়ান অয়েল বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ২০২৫–এ বৃহস্পতিবার ভারতের জন্য সবচেয়ে বড় সাফল্য এনে দিলেন প্যারা অ্যাথলেট ধরমবীর। পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ বিভাগে রুপার পদক জিতে তিনি দেশের মুখ উজ্জ্বল করলেন। উল্লেখযোগ্যভাবে, এই বিভাগটি প্যারা খেলাধুলার মধ্যে সবচেয়ে কঠিন বা চ্যালেঞ্জিং ক্যাটাগরি হিসেবে ধরা হয়, যেখানে ‘ইমপেয়ার্ড মাসল পাওয়ার’ থাকা ক্রীড়াবিদরা প্রতিযোগিতা করেন।

 

৩৬ বছর বয়সী ধরমবীর, যিনি গত বছর প্যারিস প্যারালিম্পিকে সোনাজয়ী হয়েছিলেন, নিজের শেষ (ষষ্ঠ) প্রচেষ্টায় ২৯.৭১ মিটার দূরত্বে ক্লাব ছুঁড়ে রুপো নিশ্চিত করেন। জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তিনি বলেন, “নিজের মাটিতে পদক পাওয়ার অনুভূতি অন্যরকম। সোনা পেলে ভালো লাগত, কিন্তু রুপো নিয়েও আমি খুশি।”

 

এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে তাঁর কোচ অমিত সারোহার। সোনেপতের এসএআই সেন্টারে দীর্ঘদিনের প্রশিক্ষণ ফল দিয়েছে বলে তিনি জানান। সারোহা নিজেও প্রতিযোগিতায় নামতেন, কিন্তু চোটের কারণে বাইরে থাকতে হয়েছে। তিনি মনে করছিলেন আরেক ভারতীয়, প্রণব সুরমা, পদক জিততে পারেন। তবে বৃষ্টির কারণে ভিজে যাওয়া ক্লাব ধরতে অসুবিধা হয় এবং প্রণব ২৮.১৯ মিটার ছুঁড়েও পঞ্চম স্থানেই থেমে যান।

 

বৃষ্টি ও বজ্রপাতের কারণে কিছু সময়ের জন্য ইভেন্ট বন্ধ রাখতে হয়েছিল। ধরমবীর জানালেন, আবহাওয়া আসলেই প্রতিযোগিতাকে প্রভাবিত করেছে। তবে অনুশীলনের সময় বিভিন্ন পরিস্থিতিতে খেলার প্রস্তুতিই তাঁকে এগিয়ে রেখেছে।

 

এই দিনের দ্বিতীয় সুখবর আসে অতুল কৌশিক-এর হাত ধরে। তিনি পুরুষদের ডিসকাস থ্রো এফ৫৭ বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪৫.৬১ মিটার নিক্ষেপে ব্রোঞ্জ পদক জেতেন। স্থানীয় এই ক্রীড়াবিদ জানান, নিজের শহরে এমন মঞ্চে প্রথমবার অংশ নিয়ে পদক জেতা তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen