কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে অমন সেহরাওয়াত
২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন অমন। আজ, বৃহস্পতিবার রাতেই সেমিফাইনালে নামবেন তিনি।
August 8, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিকে কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছলেন অমন সেহরাওয়াত। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন অমন। আজ, বৃহস্পতিবার রাতেই সেমিফাইনালে নামবেন তিনি।
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ আলবেনিয়ার জেলিমখান আবাকারোভকে ১২-০ স্কোরে হারিয়ে ম্যাচ জিতে নেন অমন। সেমিফাইনালে জাপানের রেই হিগুচির বিরুদ্ধে খেলবেন তিনি।