শম্ভু সীমানায় কৃষক আন্দোলনে ভিনেশ, হরিয়ানা ভোটের আগে চোখে সর্ষে ফুল দেখছে BJP?

শনিবার শম্ভু সীমানায় আন্দোলনকারী কৃষকদের মঞ্চে হাজির হলেন কুস্তিগির ভিনেশ। সাফ জানালেন, “কৃষকদের কথা মন দিয়ে শোনা উচিত সরকারের।

September 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার শম্ভু সীমানায় আন্দোলনকারী কৃষকদের মঞ্চে হাজির হলেন কুস্তিগির ভিনেশ। সাফ জানালেন, “কৃষকদের কথা মন দিয়ে শোনা উচিত সরকারের। আগের কৃষক আন্দোলনের সময় কিছু প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। সেইসব প্রতিশ্রুতি পালন করা হয়নি। কোনও দাবি নিয়ে দেশের মানুষের দিনের পর দিন রাস্তায় বসে থাকা কোনও দেশের জন্য ভালো নয়। কিন্তু দুঃখের কথা, সরকার কৃষকদের কথা শুনছে না।” অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে ভিনেশের কৃষক আন্দোলনের মঞ্চে হাজির হয়ে যাওয়ায় চাপে বিজেপি।

পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় দ্বিতীয় দফার মোদী বিরোধী কৃষক আন্দোলন ২০০তম দিন পূর্ণ করল শনিবার। সেখানকার কৃষক মঞ্চে হাজির হন ভিনেশ। বলেন, “এক-একসময় খুব অসহায় লাগে, কারণ এদের জন্য কিছুই করতে পারছি না। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করি। কিন্তু দেশের কৃষকদের জন্যই কিছু করতে পারি না। আমি এ মঞ্চে বলতে এসেছি, আপনাদের মেয়ে আপনার সঙ্গেই আছে।”

কৃষক নেতা এস এস পান্ধের বলেছেন, সীমানা খুলতেই হবে। কৃষকেরা দিল্লি ঢুকবেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অক্টোবরের প্রথমেই বিধানসভা নির্বাচন রয়েছে হরিয়ানায়। লাগাতার কৃষক আন্দোলনের চাপে তিন মাস আগের লোকসভা নির্বাচনে বিজেপির ফল আশানুরূপ হয়নি। ফের কৃষক আন্দোলনের ঝাঁঝ বৃদ্ধিতে বিধানসভা ভোটের আগে চরম ব্যাকফুটে মোদি ব্রিগেড। কৃষক নেতারা জানিয়েছেন, ৩ অক্টোবর সারা দেশে রেল-রোকো কর্মসূচি পালন করা হবে। সেপ্টেম্বর মাসজুড়ে চলবে কিষান মহাপঞ্চায়েত। বিজেপিকে হারানোর ডাক দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen