Gopal Patha: বিজেপির প্রোপাগান্ডার বিরুদ্ধে গোপাল পাঁঠার ইতিহাস তুলে ধরলেন লেখক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: বউবাজারের এক মাংসের দোকান থেকে প্রকাশিত হলো এক ঐতিহাসিক বই, যা উন্মোচন করলো কলকাতার কিংবদন্তি গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’-র (Gopal Patha) জীবনের অজানা অধ্যায়। শনিবার এই বইটি প্রকাশের মধ্যে দিয়ে একটি মিথ্যাচার ভাঙার দাবি করেছেন লেখক দেবাশিস পাঠক (Debashis Pathak)।
‘সূত্রধর’ প্রকাশনা থেকে প্রকাশিত এই গ্রন্থটিতে গোপাল পাঁঠার জীবনের সত্যিকারের গল্প উঠে এসেছে। লেখক দেবাশিস পাঠক জানান, “বিজেপি-ঘনিষ্ঠ একজন পরিচালক ভুয়ো তথ্য নিয়ে একটি সিনেমা বানিয়ে গোপাল পাঁঠাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আমি তাঁকে ছোটবেলা থেকে “গোপাল জ্যাঠা” বলে ডাকতাম। তাঁর আসল ইতিহাস একেবারে আলাদা। আমাদের পরিবারের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল।”
লেখকের দাবি, এই বইটি ব্যক্তিগত স্মৃতি ও নথিভুক্ত ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। এতে গোপাল মুখোপাধ্যায়ের জীবনের বহু অপ্রকাশিত তথ্য স্থান পেয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে।
বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পাঠকরা জানান, গোপাল পাঁঠাকে নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, তাঁর জীবনের সত্যিকারের গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। দেবাশিস পাঠক সেই গুরুত্বপূর্ণ কাজটিই করেছেন বলে অনুষ্ঠানে বলেন আগতরা।