প্রধানমন্ত্রী উদ্ধত, কটাক্ষ যশোবন্ত সিনহার
নরেন্দ্র মোদীর এই দাবিতে তাঁকে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, বাজপেয়ীর মন্ত্রীসভার প্ৰাক্তন অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা
May 31, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সম্প্ৰতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দাবি করেছেন ৭ দশকে যে উন্নয়ন হয়নি তাঁর শাসনকালে সাত বছরে তার থেকে বেশি উন্নয়ন হয়েছে।
নরেন্দ্র মোদীর এই দাবিতে তাঁকে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, বাজপেয়ীর মন্ত্রীসভার প্ৰাক্তন অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা (Yashwant Sinha)। প্রধানমন্ত্রীকে উদ্ধত বলে কটাক্ষ করেন তিনি।
টুইট করে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদী বলেছেন সাত দশকে যে কাজ হয়নি তা সাত বছরে হয়েছে। এর মধ্যে ৬ বছরের বাজপেয়ী শাসনও পড়ে। অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তুলনারহিত বহু কাজ করে গেছেন। ঔদ্ধত্ব একজনকে কতোটা নীচে নামাতে পারে!’