মমতাকে ব্যঙ্গ মোদির, ক্ষোভ উগরে দিলেন যশোবন্ত

যশোবন্ত সিনহা বলেন, ‘দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে অপমানজনক ভাবে কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী! ব্যাঙ্গাত্বক ভঙ্গিতে দিদি ও দিদি বলে ডাকছেন। বাজপেয়ীজির আমলে পার্টিতে কখনো এইসব মেনে নেওয়া হত না’।

March 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্ৰাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা (Yashwant Sinha)। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যাঙ্গাত্মক কটাক্ষের তীব্র নিন্দা করলেন তিনি।

যশোবন্ত সিনহা বলেন, ‘দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে অপমানজনক ভাবে কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী! ব্যাঙ্গাত্বক ভঙ্গিতে দিদি ও দিদি বলে ডাকছেন। বাজপেয়ীজির আমলে পার্টিতে কখনো এইসব মেনে নেওয়া হত না’।

গত ১৩ মার্চ যশোবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন। জাতীয়স্তরের এই দুঁদে নেতা ২০১৮ সালে বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। বাজপেয়ী সরকারের আমলে তিনি অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষার দায়িত্ব সামলেছেন।

বিজেপি (BJP) সম্পর্কে এই তৃণমূল নেতা বলেন, ‘রোজ কেন্দ্রের নেতারা বাংলায় ছুটে আসছে আর মিথ্যে কথা বলছে। এরা মানুষের ভালো চায় না, শুধু ভোট চায়’।

সবশেষে যশোবন্ত সিনহা বলেন, ‘রাজ্যে যাতে নিরপেক্ষ নির্বাচন হয় তাই আমি নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen