কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার আক্রমণে প্রাণহানির আশঙ্কায় মহিলা সাংবাদিক তথা ইউটিউবার

বিভিন্ন তেলুগু টেলিভিশন চ্যানেলে দীর্ঘ দেড় দশক যাবৎ সাংবাদিকতা করেছেন তুলসী।

June 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার আক্রমণে প্রাণহানির আশঙ্কায় মহিলা সাংবাদিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কট্টর হিন্দুত্ববাদীদের নিশানায় এবার মহিলা সাংবাদিক তথা ইউটিউবার তুলসী চান্দুর। সাংবাদিকের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে নানানভাবে ভয় দেখানো হচ্ছে, হুমকি, শাসানি চলছে লাগাতার। ধর্ষণ ও খুনের হুমকিও পাচ্ছেন ওই সাংবাদিক। তুলসী আশঙ্কা করছেন, তাঁকে যেকোনও মুহূর্তে হত্যা করা হতে পারে।

বিভিন্ন তেলুগু টেলিভিশন চ্যানেলে দীর্ঘ দেড় দশক যাবৎ সাংবাদিকতা করেছেন তুলসী। ২০২০ সালে নিজে শুরু করেন একটি ইউটিউব চ্যানেল। কয়েক বছরের মধ্যেই তাঁর ইউটিউব চ্যানেল জনপ্রিয়তা পেয়েছে। ২০২০ সালে ইউটিউব চ্যানেলে কামিং অব কমিউনালিজম শিরোনামে একটি ভিডিও রিলিজ করেন তুলসী। তারপর থেকেই দক্ষিণপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন তাঁকে আক্রমণ করছে বলে অভিযোগ উঠছে। বিগত কয়েক বছর ধরেই তাঁকে হিন্দু-বিরোধী থেকে শুরু করে যৌনকর্মী পর্যন্ত তকমা দিচ্ছে কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। এহেন অসম্মানজনক মন্তব্য আর সহ্য করতে না পেরে, ২৪ জুন সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তুলসী। তিনি অভিযোগ করেন, তাঁকে হিন্দু-বিরোধী প্রমাণ করার চেষ্টা চলছে। তুলসীর বক্তব্য, দুর্নীতি নিয়ে আলোচনা, আর্থিক দুর্নীতি সামনে আনা, সাম্প্রদায়িক ভেদাভেদের বিরোধিতা করা; কখনওই হিন্দু-বিরোধী আচরণ হতে পারে না। তুলসীর আশঙ্কা, বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছে যে; এরপর তাঁর উপর গুলিও চলতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen