প্রয়াত হিথ স্ট্রিক, জীবনের বাইশ গজে হাফ সেঞ্চুরির আগেই কর্কটের মরণথাবা
১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্ট্রিকের অভিষেক হয়েছিল।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হার মানল লড়াই, ক্যান্সার জয় করা হল না জিম্বাবোয়ের অলরাউন্ডারের। প্রয়াত হিথ স্ট্রিক। সমাজমাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন স্ত্রী নাদিন। প্রাক্তন ক্রিকেটারের বয়স হয়েছিল ৪৯ বছর। শনিবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়েছে।

১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্ট্রিকের অভিষেক হয়েছিল। দেশের হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ব্যাট হাতে করেছেন ১৯৯০ রান। ঝুলিতে রয়েছে ২১৬টি উইকেট। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৪৩ রান করার পাশাপাশি শিকার করেছেন ২৩৯টি উইকেট। ২০০৫ সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। টেস্ট এবং ওডিআই, দুই ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।