Zubeen Garg Death Case: গ্রেপ্তার প্রয়াত গায়কের ম্যানেজার ও সিঙ্গাপুর ইভেন্টের আয়োজক

October 1, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: গায়ক জুবিন গার্গের মৃত্যু কাণ্ডে নয়া মোড়। গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুর ইভেন্টের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি ফিরতেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় মহন্তকে। গুরগাঁওয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে জুবিনের দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে আটক করে পুলিশ। বুধবার ভোরে তাদের গুয়াহাটি নিয়ে আসা হয়।

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মৃত্যু হয় জুবিন গর্গের। অসম সরকার ঘটনার তদন্তে ১০ সদস্যের বিশেষ তদন্ত দল গঠন করে। SIT নোটিশ পাঠায় মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে। সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্য এবং অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কয়েকজনকেও ডাকে তারা।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এর আগেই জানিয়েছিলেন, ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। তাদের CID-র সামনে হাজির হওয়ার নির্দেশ ছিল। হাজির না হওয়ায় পুলিশ পদক্ষেপ করে। উল্লেখ্য, পুলিশ জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও আয়োজক শ্যামকানু মহন্তর বিরুদ্ধে ষড়যন্ত্র, অবহেলার কারণে মৃত্যুর মতো অভিযোগে মামলা দায়ের করেছে।

জুবিনের স্ত্রী গরিমা গর্গ, সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনওভাবেই দুর্ঘটনাজনিত মৃত্যু মেনে নিচ্ছেন না। সেদিন সেখানে যারা ছিলেন, সবাই সন্দেহের আওতায়। আয়োজক, ম্যানেজার, পুরো টিম— প্রত্যেককে সন্দেহ করছেন তিনি। গরিমা আরও বলেন, তাঁর স্বামীর মৃত্যু হয়েছে অবহেলার কারণে। তাঁর কথায়, দেশের আইনব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা আছে। আসলে সেদিন কী ঘটেছিল, সেটা জানতে হবে। তাঁর অভিযোগ, জুবিনের ম্যানেজার সহ অনেকেই দায়িত্ব পালন করেননি, অবহেলা করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen