‘জয় জুবিনদা’ ধ্বনি দিয়ে প্রিয় গায়ককে চির বিদায় জনাচ্ছেন হাজার হাজার জুবিন ভক্ত

September 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: রবিবার সকালে গুয়াহাটির বিমানবন্দরে এসে পৌঁছয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের দেহ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দরে হাজার হাজার ভক্তের ঢল নামে। জুবিনের স্ত্রী গরিম সৈকিয়া গর্গ এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে যান। ফুল দিয়ে সাজানো একটি অ্যাম্বুলেন্সে তার দেহ ভিআইপি এক্সিট দিয়ে বের করে আনা হয়। বিমানবন্দরের বাইরে তখন সদ্যপ্রয়াত গায়কের নামে ধ্বনি ‘জয় জুবিনদা’। অ্যাম্বুলেন্সের সঙ্গে হাঁটতে থাকেন হাজার হাজার জুবিন ভক্ত।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে এসেছেন। তিন দশক ধরে ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় ৩৮,০০০ গান গেয়ে তিনি মানুষকে মুগ্ধ করেছেন। তার নশ্বর দেহ এখন অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সের বাইরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। রাত থেকেই সেখানে মানুষের ভিড় শুরু হয়েছে।

জুবিনের দেহ প্রথমে তার কাহিলিপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অসুস্থ ৮৫ বছর বয়সী বাবা এবং অন্যান্য পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের শ্রদ্ধা জানানোর জন্য স্পোর্টস কমপ্লেক্সে তার দেহ রাখা হবে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen