রানির জলের ভয় কাটালো ‘মর্দানি টু’

December 1, 2019 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

ছবির জন্য কত কী-ই না করতে হয় শিল্পীদের। ‘মর্দানি টু’র জন্য রানি মুখোপাধ্যায়ও জলের ভয় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েছিলেন। আন্ডারওয়াটার একটি শট করে সেই পরীক্ষায় সসম্মানে পাস করলেন রানি।

পরিচালক গোপী পুত্রন যখন প্রথম বার রানিকে স্ক্রিপ্ট পড়ে শোনান, তখন রানি বেশ ভয় পেয়েছিলেন। ছবির শুটিং জুনেই শেষ হয়ে যায়। সাঁতার শেখার জন্য পরিচালকের কাছে সময় চেয়েছিলেন রানি। সবশেষে এই দৃশ্যের শুটিং হয়। শেষে অক্টোবরে এই দৃশ্যের শুটিং হয়।

রানির কোচ আনিস আদেনওয়ালা। তাঁর তত্ত্বাবধানে আন্ডারওয়াটার দৃশ্যটির শুট হয়। খপোলির প্রায় ৩০ ফুট গভীর পুলে শুট হয়েছে। তবে ছবিতে দেখানো হবে, চম্বল নদীতে চলছে অভিযান। তবে শিবানী শিবাজি রাও তথা রানির কথায়, ‘‘সমুদ্রে না পারি, পুলে এখন থেকে সাঁতার কাটতে পারবই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen