কৃষকদের নিরাপত্তার ব্যাপারে সরকারকে সচেষ্ট হতে হবে, বললেন অমর্ত্য অতিমারি পর্বে ভারতে প্রথম আপাত মন্দা (‘টেকনিক্যাল রিসেসন’) গত বছর। পর পর ২টি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হলেই অর্থনীতির পরিভাষায় ‘আপাত মন্দা’ এসেছে বলে ধরা হয়।