মোদী আমলের শেষ পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় কাজ হারিয়েছেন লক্ষাধিক কর্মী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: মোদী আমলের শেষ পাঁচ বছরে কাজ হারিয়েছেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার লক্ষাধিক কর্মী। লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্র নিজেই। গত মঙ্গলবার লোকসভায় একটি লিখিত জবাবে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা জানান, ২০১৯-’২০ সাল থেকে ২০২৪-’২৫ সাল পর্যন্ত ৯ লক্ষ ২০ হাজার স্থায়ী কর্মীর চাকরি গিয়েছে। কারণ,কেন্দ্রের অধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার(সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইস বা সিপিএসই) বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণ।
সিপিএসই হল কেন্দ্রীয় সরকার অধীনস্থ অথবা মালিকানাধীন বিভিন্ন সংস্থা। কোনও সংস্থায় মূলধনের ৫১ শতাংশ বা তার বেশি কেন্দ্রের শেয়ার থাকলে সেটি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইস। সাংসদ সচিতানন্থমের প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছে কেন্দ্র।
রেল থেকে বিমান, কয়লা থেকে এলআইসি, সবেতেই বিকেন্দ্রীকরণের পথে হেঁটেছে মোদী সরকার। এমনকী সেনার অধীনে থাকা সৈনিক স্কুলও ব্যতিক্রম হয়নি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশে ইতিমধ্যেই বেশ কিছু সৈনিক স্কুল তৈরি হয়েছে। সার্বিকভাবে প্রায় সব ক্ষেত্রেই কমবেশি বেসরকারিকরণের পথে হেঁটেছে মোদি সরকার। যার অবধারিত ফলাফল হল, কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ এবং ছাঁটাই।
বস্তুত, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিক্রির মাধ্যমে সরকার এখন কোষাগার ভরাতে চাইছে। কেন লাভজনক সংস্থার উপর এই কোপ? এ প্রশ্ন বহুদিনের। কেন্দ্রের অবশ্য যুক্তি, লাভজনক সংস্থার উপর কোপ পড়ছে না। রুগ্ন সংস্থাগুলিকে বিক্রি করে পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হচ্ছে।