বনগাঁ স্টেশনে জরুরি মেরামতির কাজের জন্য শিয়ালদহের ওই শাখায় বাতিল একাধিক ট্রেন

কাজ চলবে আজ শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত।

March 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনি ও রবিবার শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হবে। বনগাঁ লাইনে সবমিলিয়ে ১০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেল সূত্র জানা গিয়েছে, বনগাঁ স্টেশনে রেল লাইনের জরুরি মেরামতি কাজের জন্য এই ট্রেনগুলি বাতিল করা হচ্ছে। কাজ চলবে আজ শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত। এই সাত ঘণ্টা শিয়ালদহ ডিভিশনের অতিব্যস্ত বনগাঁ লাইনের সুনির্দিষ্ট অংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ওভারহেড তারে ‘অফ’ থাকায় ট্রেন চলবে না। আজ শনিবার বাতিল ট্রেনগুলির নম্বর হল, যথাক্রমে শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন) ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৪, ৩৩৮৫৬। বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭৩৯, ৩৩৭৩৮। কাল বাতিল ট্রেনগুলির নম্বর হল, বনগাঁ-রানাঘাট (আপ-ডাউন) ৩৩৭১১, ৩৩৭৪১, ৩৩৭১২, ৩৩৭১৪।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen