আন্তর্জাতিক চিতা দিবসের পরেরদিনই মধ্যপ্রদেশে মৃত্যু ১০ মাসের শাবকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বড় দুঃসংবাদ। বৃহস্পতিবার মা চিতা ভীরার সঙ্গে বন্য পরিবেশে মুক্তি পাওয়া দুই শাবকের মধ্যে একটির মৃত্যু হয়েছে মাত্র একদিনের মধ্যেই। শুক্রবার গভীর জঙ্গলে ওই ১০ মাস বয়সী শাবকের দেহ উদ্ধার হয়।
দক্ষিণ আফ্রিকা থেকে আনা মা ভীরা এবং তার দুই শাবককে আন্তর্জাতিক চিতা দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব নিজে উপস্থিত থেকে বনে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু নতুন জায়গায় প্রকৃতির মাঝে প্রথম রাতেই শাবকটি মা ও আরেকব শাবকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে ধারণা কর্মকর্তাদের।
চিতাপ্রকল্পের ফিল্ড ডিরেক্টরের বক্তব্য, “শাবকের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। তবে ভীরা এবং অপর শাবক সুস্থ রয়েছে।”
এই মৃত্যুর পর কুনোর জঙ্গলে এখন মোট ২৮টি চিতা রয়েছে—যার মধ্যে ৮টি দক্ষিণ আফ্রিকান ও নামিবিয়ান প্রাপ্তবয়স্ক চিতা, বাকিগুলো ভারতেই জন্মেছে। বর্তমানে ১৮টি চিতা সম্পূর্ণভাবে বন্য পরিবেশে শিকার করছে, আর ১০টি এখনও নিরাপত্তাবেষ্টিত ঘেরাটোপে রয়েছে।
মাত্র তিন মাসের মধ্যেই কুনোতে এটিই দ্বিতীয় শাবকের মৃত্যু। চলতি সেপ্টেম্বরেই নামিবিয়ান চিতা জ্বালার ২০ মাস বয়সী শাবক এক চিতাবাঘের আক্রমণে প্রাণ হারায়। বর্তমানে জ্বালা বনের মধ্যেই তার তিন জীবিত শাবককে নিয়ে থাকছে।
মৃত্যু সংখ্যা বাড়তে থাকা নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন—কুনো কি আদৌ উপযুক্ত আবাসভূমি? বনদপ্তর জানিয়েছে, তদন্ত ও নজরদারি আরও বাড়ানো হবে।