ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যানে রাজ্যের আয় ১০০ কোটি ছাড়াল

অনলাইন পরিষেবা প্রদানে গ্রামীণ এলাকার কাজে গতি এসেছে। বেড়েছে আয়। ইতিমধ্যেই ১০০ কোটি টাকার উপরে আয় হয়েছে।

March 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যানে রাজ্যের আয় ১০০ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্রামীণ এলাকায় ব্যবসার অনুমতি যাতে দ্রুত দেওয়া যায়, তারজন্যই অনলাইন পরিষেবা চালু করেছিল পঞ্চায়েত দপ্তর। আগে যখন অফলাইনে আবেদন করতে হতো, তখন ট্রেড লাইসেন্সের জন্য পঞ্চায়েত অফিসে হন্যে হয়ে ঘুরতে হতো আবেদনকারীদের। এমনকী, কোথাও কোথাও অতিরিক্ত টাকা চাওয়ারও অভিযোগ উঠেছিল। অনলাইন ব্যবস্থা সেই সম্ভাবনায় ইতি টেনেছে।

অনলাইন পরিষেবা প্রদানে গ্রামীণ এলাকার কাজে গতি এসেছে। বেড়েছে আয়। ইতিমধ্যেই ১০০ কোটি টাকার উপরে আয় হয়েছে। আগামী দিনে এর পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কয়েক বছর আগে থেকেই ট্রেড লাইসেন্স ও বিল্ডিং প্ল্যানের অনুমতি অনলাইনেই দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকায় বহু মানুষ অনলাইন পরিষেবার সঙ্গে পরিচিত নন, সেকারণে প্রথম দিকে অনেকেই সন্ধিহান ছিলেন। ফলে অনলাইনে কম আবেদন জমা পড়েছিল। কিন্তু পরবর্তীকালে অনেকেই সড়গড় হয়ে যাওয়ায় অনলাইনে ব্যবস্থা এখন জনপ্রিয় হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen