১০০ দিনের কাজ: মোদী সরকারের বঞ্চনার শিকার ৫০ লক্ষেরও বেশি শ্রমিককে টাকা দেবে রাজ্য

রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করে বঞ্চিতদের টাকা মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য।

February 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকেই, বাংলার বিরুদ্ধে কার্যত আর্থিক অবরোধ চালাচ্ছে মোদী সরকার; এমনই অভিযোগ বাংলার শাসক দলের। বারংবার মোদী সরকারের কাছে দরবার করেও লাভ হয়নি। রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করে বঞ্চিতদের টাকা মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য। বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটেও ৩৭০০ কোটি খরচ হবে বলে ধরা হয়।

এবার ১০০ দিনের কাজের বঞ্চিত জবকার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। মোদী সরকার টাকা না পাঠালেও, ৫০ লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য। রাজ্য প্রশাসন জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন।

প্রথমে দেখা গিয়েছিল, ২৪ লক্ষ ৫০ হাজার বঞ্চিত শ্রমিককের টাকা পাওনা রয়েছে। তবে জেলা প্রশাসনের ডোর টু ডোর সমীক্ষার পরে সংখ্যাটা কার্যত দ্বিগুন হয়েছে। কেবল ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবর্ষের বঞ্চিতরাই নন,২০১৫-১৬ সাল থেকে যাঁদের বকেয়া মোদী সরকার মেটায়নি, তাঁদের সকলেরই টাকা মেটাতে চলেছে রাজ্য। সংখ্যা বেড়ে ৫০ লক্ষ হয়েছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen