শিয়ালদহ দক্ষিণ শাখায় শনি-রবিবার বাতিল থাকবে ১০৮টি ট্রেন
শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা ফের বড় সমস্যায় পড়তে চলেছে ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ শাখার নিত্যযাত্রীরা ফের বড় সমস্যায় পড়তে চলেছে । ৫২ ঘণ্টা ধরে চলবে কাজ ফলে ভোগান্তির আশঙ্কা রয়েছে । প্রতিদিন এই শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় হাজার হাজার রেলযাত্রী যাতায়াত করেন।গরীব বা মধ্যবিত্তদের কাছে যাতায়াতের অন্যতম মাধ্যম এই ট্রেন। তাই সেই লাইন বন্ধ থাকলে কত যে ভোগান্তি বাড়ে সে বিষয়ে ভালোই বোঝেন নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানা গেছে, ১০৮টি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম সাংবাদিক বৈঠক করে ট্রেন বাতিল করার কথা জানান।

দু’দিন অর্থাৎ আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) রাত থেকে ৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায়, শিয়ালদা-বারুইপুর রুটে মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর কাজের জন্য ট্রেন বাতিল থাকবে। আর তার জেরেই সমস্যায় পড়তে চলেছেন বজবজ ও বারুইপুর শাখার যাত্রীরা। অবশ্য লক্ষীকান্তপুর লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।