গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২৫ জন, দৈনিক পজিটিভিটি রেট কমে ০.২৭%

বুধবার স্বস্তি দিয়ে অনেকটা নামল বাংলার কোভিডগ্রাফ

May 11, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

মঙ্গলবার সামান্য বেড়েছিল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus)। বুধবার স্বস্তি দিয়ে অনেকটা নামল বাংলার কোভিডগ্রাফ। দৈননিক কোভিড পরীক্ষা বাড়লেও নামল পজিটিভিটি রেট। আর গত ৫ দিনের রীতি মেনেই এদিন মৃত্যুহীন রইল রাজ্য।

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছে ২৫ জন। মঙ্গলবার আক্রান্তে সংখ্যা ছিল ৪৬। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে কমে দাঁড়িয়েছে ০.২৭ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৬৭১ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। 

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ৭৩ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩৮৮ জন। হাসপাতালে ভরতি ৭ জন করোনা আক্রান্ত। এদিন নিম্নমুখী রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৩৯৫ জন। গত ৫ দিনে মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৯ হাজার ৩০৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫১ লক্ষ ৩৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। বিশেষজ্ঞরা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, দূরত্ববিধি মেনে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। চিকিৎসক মহল বলছে, কোভিডবিধি মেনে চলুন। নয়তো আগামী কয়েক মাসের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen