একধাক্কায় অনেকটাই কমল বাংলার দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন

December 12, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রন’ (Omicron) ইতিমধ্যেই দেশজুড়ে অস্তিত্ব জানান দিচ্ছে। দিল্লি, পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কেরলে ‘ওমিক্রনে’ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। নয়া স্ট্রেনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। তারই মাঝে বাংলার করোনা গ্রাফ কিছুটা হলেও আমজনতাকে আশার আলো দেখাচ্ছে। কারণ, রবিবার একধাক্কায় অনেকটাই কমল বাংলার দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। পজিটিভিটি রেটও কমেছে বেশ কিছুটা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। যা শনিবারের তুলনায় বেশ খানিকটা কম। কলকাতায় ২১৭ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। আক্রান্তের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২৩ হাজার ১৯১ জন। আক্রান্তের মতো দৈনিক মৃতের সংখ্যাও কমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ জন করোনার বলি হয়েছেন। এখনও পর্যন্ত করোনায় মোট ১৯ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছেন। একদিনে করোনকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৯১ জন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৬ হাজার ৪৩ জন।

বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণ রুখতে যত দ্রুত সম্ভব রোগীকে শনাক্তকরণ প্রয়োজন। সে কারণে উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর পরামর্শ দেন তাঁরা। একদিনে ৩৬ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭ লক্ষ ৫৯ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট (Positivity Rate) কমে দাঁড়িয়েছে ১.৫৯ শতাংশ।
করোনা রুখতে টিকাকরণ (Vaccination) বাধ্যতামূলক। তাই রাজ্যজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ। ৩ লক্ষ ৮৩ হাজার ৮৫৬ জন টিকা নিয়েছেন। তার মধ্যে ৩৭ হাজার ২০২ জন প্রথম এবং বাকি ৩ লক্ষ ৪৬ হাজার ৬৫৪ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen