কখনও শীতের আমেজ কখনও ঘাম, খামখেয়ালি আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী
বাংলায় শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে গেল
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে গেল। কারণ ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রির গন্ডী পেরিয়েছে। আবহাওয়ার খামখেয়ালি দস্তুরে নাজেহাল বঙ্গবাসী। কখনও শীতের আমেজ, হাওয়া, আবার কখনও গরম, ঘাম ঝরছে। আবহাওয়ার এই বদলের কারণেই ঘরে ঘরে অসুস্থতা শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়তে থাকবে। আজ, রবিবার ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী কয়েকদিন বাংলায় গরম বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। বলা হচ্ছে, তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়া ক্রমেই বদলে যাচ্ছে, ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হবে৷ বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হচ্ছে৷
শুষ্ক আবহাওয়ার পাশাপাশি, সকালের দিকে কুয়াশা থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শহরে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে৷ বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে৷ মাঝারি থেকে হালকা কুয়াশা থাকবে। আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।