ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬৭২
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে খানিকটা।

দ্রুত সুস্থ হচ্ছে বাংলা। ফের নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID 19) গ্রাফ। ধারা অব্যাহত রেখে অনেকটাই কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। কমেছে মৃত্যুও।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন। দৈনিক সংক্রমিতের শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত ৮৯ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ কোটি ১০ লক্ষ ৩৮৯ জন। অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ১৩ হাজার ৪৮৪।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে খানিকটা। ভাইরাসে একদিনে ২৫ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ২০ হাজার ৯৯০ জনের। তবে সুস্থতাই আশা জোগাচ্ছে সকলকে। কারণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতা প্রায় দ্বিগুণ। একদিনে ভাইরাসকে হারিয়েছেন ১ হাজার ৩৪৭ জন। রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৭৫ হাজার ৯১৫ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর বারবার জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই সামান্য উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ২৭ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিট রেট ১.৬৫ শতাংশ। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী টিকাকরণও চলছে জোরকদমে।
একদিনে এ রাজ্যে ৬ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন টিকা নিয়েছেন। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪৬ হাজার ৫১৩ জন এবং বাকি ৫ লক্ষ ৭৮ হাজার ৩২৯ জন নিয়েছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। গত কয়েকদিন ধরে কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে রাজ্যবাসী। তবে যথাযথ কোভিডবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞরা। না মানলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন তাঁরা।