স্বাধীনতা দিবসে রেড রোডে ১২ জন IPS সম্মানিত হবেন মুখ্যমন্ত্রীর পুলিশ মেডেলে

এ বছর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে কলকাতা পুলিশের পক্ষ থেকে কয়েকটি ট্যাবলো প্রদর্শিত হবে বলে খবর মিলেছে

August 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফাইল ছবি

করোনার কাঁটা কাটিয়ে চলতি বছর রাজ্য ফের জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান আয়োজন করতে চলেছে। জানা গিয়েছে, এবারের স্বাধীনতা দিবসে রেড রোডের মঞ্চ থেকেই ১২ জন আইপিএস কে বিশেষ সম্মান তুলে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই কৃতি আইপিএস অফিসারদের চিফ মিনিস্টার পুলিশ মেডেল সম্মান প্রদান করে আসছে রাজ্য। জানা যাচ্ছে, চলতি বছরে এই সম্মান প্রাপকদের তালিকায় রয়েছে;​ রাজ্য পুলিশের ডিজি, হাওড়া পুলিশ কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনারসহ কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার, ডিআইজি পদাধিকারী দুই আইপিএস অফিসার, ডিআইজি। এছাড়াও এডিজি পদাধিকারী কয়েকজন পুলিশ আধিকারিককে এই সম্মান তুলে দেওয়া হবে। ​

এ বছর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে কলকাতা পুলিশের পক্ষ থেকে কয়েকটি ট্যাবলো প্রদর্শিত হবে বলে খবর মিলেছে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। সদ্যই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। একটি ট্যাবলো দুর্গাপুজো নিয়েই সেজে উঠছে বলে শোনা যাচ্ছে। এবার স্বাধীনতা দিবসের অন্যতম আকর্ষণ হতে চলেছে রেড রোডে স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল পড়ুয়াদের পদযাত্রা। কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী মত রাজ্যের সামাজিক প্রকল্পগুলিকেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তুলে ধরা হবে।

প্রসঙ্গত, জেলাগুলিকেও স্বাধীনতা দিবস পালনের জন্যে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রতিটি জেলায় স্বাধীনতার সংগ্রামীদের মূর্তিগুলি সংস্কার করার বিশেষ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। গত দুবছরের যেহেতু স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রাক কোভিড বছরগুলির মতো করা যায়নি, তাই এবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে দর্শক সংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এবারের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে দর্শকাসন বেশি রাখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen