বিষাক্ত কফ সিরাপ খেয়ে BJP-শাসিত মধ্যপ্রদেশ ও রাজস্থানে মৃত ১৩ শিশু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪২: বিজেপি-শাসিত রাজস্থান (Rajasthan) ও মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিষাক্ত কফ সিরাপ খেয়ে অন্তত ১৩ শিশুর মৃত্যুর মর্মান্তিক খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় ১১ জন এবং রাজস্থানের ভরতপুর ও সিকারে একটি করে মোট ২টি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় ১১টি শিশুর মৃত্যুর ঘটনায় “কোলড্রিফ” (Coldrif) সিরাপ প্রেসক্রাইব করার অভিযোগে এক চিকিৎসাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রায় সব শিশুকেই পারাসিয়ার শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ সোনির ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছিল।
সূত্রে জানা যায়, সোনি একজন সরকারি চিকিৎসক, তবে তিনি তাঁর ব্যক্তিগত ক্লিনিক থেকে শিশুদের এই সিরাপটি প্রেসক্রাইব করেন।
তামিলনাড়ুর (Tamil Nadu) কাঞ্চীপুরম জেলার শ্রীসান ফার্মাসিউটিক্যালস (Srisan Pharmaceuticals) নামক একটি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার। এই কোম্পানিই বিষাক্ত কোলড্রিফ কফ সিরাপের প্রস্তুতকারক।
সতর্কতা হিসেবে স্থানীয় প্রশাসন সোমবার কোলড্রিফ সিরাপের পাশাপাশি আরেকটি কফ সিরাপ ‘নেক্সট্রো-ডিএস’-এর বিক্রিও নিষিদ্ধ করেছে। কোলড্রিফ সিরাপের পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই এসে পৌঁছেছে, অন্যদিকে নেক্সট্রো-ডিএস সিরাপের রিপোর্ট এখনও আসেনি বলেই জানা যাচ্ছে।