Darjeeling: উত্তরবঙ্গের বর্ষণে মৃত বেড়ে ১৩

দীর্ঘক্ষণ ধরে টানা বৃষ্টির জেরে দুধিয়ায় বালাসন (Balason) নদীর ওপর থাকা লোহার সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ ছিল। সেতু ভেঙে পড়ায় ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমেছে, তবে প্রবল বৃষ্টি এবং পাহাড়ি জায়গায় রাস্তা ভেঙে পড়ায় কাজ করতে হচ্ছে মারাত্মক চ্যালেঞ্জের মুখে।
আবহাওয়া দপ্তর শনিবারই দার্জিলিং-সহ উপ-হিমালয়ান (sub-Himalayan) জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করেছিল। কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবারের জন্য আলিপুরদুয়ারে জারি রয়েছে লাল সতর্কতা, আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে রয়েছে কমলা সতর্কতা।
রাজ্যের উত্তরাঞ্চলে লাগাতার বৃষ্টিপাতে নদীগুলি ফুলে-ফেঁপে উঠেছে। পাহাড়ে ধস নামার পাশাপাশি সমতলেও জল জমে বিপর্যস্ত জনজীবন। প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা শুরু করেছে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
