গুরু নানকের জন্মজয়ন্তীতে পাকিস্তানে প্রবেশে বাধা ১৪ ভারতীয় তীর্থযাত্রীকে

November 5, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৭: সম্প্রতি ভারত-পাকিস্তান তীব্র বিতর্কের কথা গোটা বিশ্বের কাছে অজানা নয়। ফের একবার পাকিস্তানের খারাপ আচরণের শিকার ভারতীয় হিন্দুরা। গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে পাকিস্তানের নানকানা সাহিবে যাওয়ার অনুমতি পাওয়া প্রায় ২,১০০ ভারতীয় তীর্থযাত্রীর মধ্যে ১৪ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষের নির্দেশে। অভিযোগ, তাঁদের জানানো হয়েছে—“আপনারা হিন্দু, তাই শিখ তীর্থযাত্রীদের সঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।”

এই দলটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনপ্রাপ্ত তীর্থযাত্রীদের মধ্যে ছিল, এবং পাকিস্তানও তাদের জন্য ভ্রমণ নথি ইস্যু করেছিল। মঙ্গলবার প্রায় ১,৯০০ জন তীর্থযাত্রী ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করলেও, এই ১৪ জনকে সীমান্তেই আটকে দেওয়া হয়। জানা গেছে, তাঁরা মূলত সিন্ধি বংশোদ্ভূত হিন্দু, যাঁদের জন্ম পাকিস্তানে হলেও বর্তমানে তাঁরা ভারতীয় নাগরিক এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তীর্থযাত্রী দলের সঙ্গে যাচ্ছিলেন।

এক সূত্রে জানা যায়, পাকিস্তানি কর্মকর্তারা তাঁদের বলেন, “আপনারা হিন্দু, তাই শিখ তীর্থযাত্রীদের সঙ্গে যেতে পারবেন না।” ফলে গভীর অপমানের মধ্যে তাঁদের ফিরে আসতে হয়। এই ১৪ জনের মধ্যে দিল্লি ও লখনউয়ের বাসিন্দারাও রয়েছেন।

অন্যদিকে, আকাল তখতের প্রধান গিয়ানি কুলদীপ সিং গরগজ, শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (SGPC) প্রতিনিধি বিবি গুরিন্দর কৌর এবং দিল্লি গুরুদ্বারা ব্যবস্থাপনা কমিটির রবিশ্বর সিং সুইটা-সহ একাধিক শিখ প্রতিনিধি দল নির্বিঘ্নে পাকিস্তানে প্রবেশ করেছেন।

প্রধান ধর্মীয় অনুষ্ঠানটি আজ নানকানা সাহিবের গুরুদ্বারা জন্মস্থানে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারতীয় শিখ তীর্থযাত্রীরা ১০ দিনের সফরে গুরদ্বারা পানজা সাহিব, গুরদ্বারা সাচা সওদা ও করতারপুরের দর্সনও করবেন।

তবে এই ধর্মীয় সফরটি অনুষ্ঠিত হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্কের এক অতি উত্তেজনাপূর্ণ সময়ে—‘অপারেশন সিন্ধুর’ পরিপ্রেক্ষিতে, যা ছিল জম্মু ও কাশ্মীরের পোহেলগাঁও সংঘটিত সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সামরিক অভিযান। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরপরাধ মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen