রাজ্যে আরও ১৪ হাজার বুথ! CEO দপ্তরে সর্বদল বৈঠকে SIR ইস্যুতে কী আপত্তি তৃণমূলের?

কোথায় কোথায় বুথ তৈরি হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলি বুথ বিন্যাস নিয়ে লিখিত অভিযোগ জমা দিতে পারবে

August 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৮: পশ্চিমবঙ্গের ভোটার বিন্যাসে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রায় ১৪ হাজার নতুন বুথ যুক্ত হতে পারে রাজ্যে। বর্তমানে বুথ সংখ্যা ৮০ হাজারের বেশি, তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৯৪ হাজারে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে শুক্রবার সর্বদল বৈঠক ডাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer-CEO) দপ্তর।

বৈঠকে সিইও মনোজ আগরওয়াল (Manoj Agrawal) জানান, কোথায় কোথায় বুথ তৈরি হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলি বুথ বিন্যাস নিয়ে লিখিত অভিযোগ জমা দিতে পারবে। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে।

তৃণমূলের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও সাংসদ পার্থ ভৌমিক। বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী বলেন, “বুথের পুনর্বিন্যাস নিয়ে আমাদের আপত্তি নেই। তবে আমরা চাই অতিরিক্ত বুথ যেন একই ভোটকেন্দ্রে হয়। ভোটারকে দূরে গিয়ে ভোট দিতে হলে অসুবিধা হবে।”

তবে শুধু বুথ নয়, বিশেষ নিবিড় পরিমার্জন (Special Intensive Revision-SIR) নিয়েও কড়া সুর শোনা গেল তৃণমূলের তরফে। অরূপ বিশ্বাসের বক্তব্য, “কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই।” তিনি সতর্ক করে বলেন, “SIR-এর নামে যদি ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়, তবে আমরা ১০ লক্ষ মানুষ নিয়ে কমিশনের দপ্তরে যাব।”

উল্লেখ্য, এর আগের দিন টিএমসিপির (TMCP) সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) দাবি করেছিলেন, প্রকৃত ভোটারের (Voter) নাম বাদ গেলে দল তা মেনে নেবে না এবং প্রয়োজন হলে ১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে (Delhi) গিয়ে প্রতিবাদ জানানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen